আজকের আলোচিত ছবি : ২৩ ফেব্রুয়ারি ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটাসহ সাত দফা দাবিতে আজ সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। ছবি: জাগো নিউজ
-
পূর্বনির্ধারিত সময়ের অনেক আগে থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতাকর্মীরা শাহবাগে জড়ে হতে শুরু করেন। বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া। ছবি: জাগো নিউজ
-
আজ জাতীয় প্রেস ক্লাবে ‘বঙ্গবন্ধু: বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শিরোনামের একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। ছবি: জাগো নিউজ
-
রাজধানীতে আজ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
জাতীয় প্রসক্লাবের সামনে আজ জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মানববন্ধন করেছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
চীনের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের প্রতি দেশটির সরকারের আচরণকে গণগত্যা হিসেবে ঘোষণা দিয়েছে কানাডার সংসদ। উইঘুর সম্প্রদায়ের পক্ষে সেদেশের জনগণও প্রতিবাদ করছে। ছবি: সংগৃহীত