আজকের আলোচিত ছবি : ১৯ ফেব্রুয়ারি ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ফরিদপুরের সদরপুরে বিশ্ব জাকের মঞ্জিলের ৮ দিনব্যাপী উরস শরীফ শুরু হয়েছে আজ। ছবি: সংগৃহীত
-
বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন ভক্তরা। ছবি: সংগৃহীত
-
মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। ছবি: জাগো নিউজ
-
শ্রম আইনের ২৩, ২৬, ২৭ (৩ক), ১৭৯ (২,৫), ১৮০ (১খ) ও ২৩২ (৩) নম্বর শ্রমিক স্বার্থবিরোধী ধারাগুলো বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ‘গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট’। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ‘গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট’ সংগঠনের সদস্যরা। ছবি: সংগৃহীত
-
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দেয়াল লিখনে ব্যস্ত সময় কাটছে চারুকলার শিক্ষার্থীদের। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার একুশের শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তত করা হচ্ছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
গত কয়েকদিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ধোয়া-মোছা ও রঙ করার কাজ চলছে। শহীদ মিনারের চারপাশ বাঁশের ব্যারিকেড দিয়ে আটকে দেয়া এবং শহীদ মিনারের চারপাশ ও রাস্তায় সিসিটিভি স্থাপনসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে টানা কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
মিয়ানামের সেনা শাসন বিরোধী এক বিক্ষোভকারী মারা গেছেন। দেশটিতে এখনও বিক্ষোভ চলছে। ছবি: সংগৃহীত