আজকের আলোচিত ছবি : ১৬ ফেব্রুয়ারি ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানা ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) পাঁচ সদস্যের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া এবিটির আরেক সদস্য শফিউর রহমান ফারাবির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। আজ ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। ছবি: জাগো নিউজ
-
রায় ঘোষণার আগে আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ছবি: জাগো নিউজ
-
মূল পদ্মা সেতুর ৯২ ভাগ এবং পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ ৮৪ ভাগ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মাওয়া প্রান্তে পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতি পরিদর্শন শেষে এ কথা জানিয়েছেন তিনি। ছবি: জাগো নিউজ
-
আজ জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ হলে ‘ড. এম এ ওয়াজেদ মিয়া, বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। ছবি: জাগো নিউজ
-
কয়েকটি সংগঠনের আয়োজনে আজ জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: জাগো নিউজ
-
ইরাকের কুর্দি অধ্যুষিত উত্তরাঞ্চলে মার্কিন বিমান ঘাঁটিতে কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে। এতে বিদেশি এক ঠিকাদার নিহত হয়েছেন। এছাড়া আরও আটজন আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন মার্কিন নাগরিক। গত এক বছরে মার্কিন নেতৃত্বাধীন জোটের ওপর এটাই ভয়াবহ হামলার ঘটনা। ছবি: সংগৃহীত