আজকের আলোচিত ছবি : ১৫ ফেব্রুয়ারি ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানা ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বিয়ে করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একসময়কার তারকা অলরাউন্ডার নাসির হোসেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন। নাসিরের বিয়ের এ ছবি ভক্তরা শেয়ার করছেন। ছবি: সংগৃহীত
-
শিল্পখাতে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গুণগতমানের পণ্য তৈরির জন্য ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৯’ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের ১০টি প্রতিষ্ঠান। ছবি: জাগো নিউজ
-
‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৯’ পুরস্কার পাওয়া প্রাণ-আরএফএল গ্রুপের ১০ প্রতিষ্ঠান হলো- বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়াল লিমিটেড, আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেড, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাটোর এগ্রো লিমিটেড, আরএফএল প্লাস্টিকস লিমিটেড, ডিউরেবল প্লাস্টিক লিমিটেড, গেট ওয়েল লিমিটেড, বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড, প্যাকম্যাট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং রংপুর ফাউন্ড্রি লিমিটেড। ছবি: জাগো নিউজ
-
দেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি, এমপিওভুক্তি ও শিক্ষার্থীদের জীবনমান উন্নতকরণের দাবিতে রাজধানীতে মানববন্ধন হয়েছে। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। ছবি: জাগো নিউজ
-
নিউজিল্যান্ডের বৃহত্তম অকল্যান্ড শহরে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। ব্রিটেনে পাওয়া করোনার নতুন ধরনের উপস্থিতি সম্প্রতি অকল্যান্ডেও শনাক্ত হয়েছে। করোনার এই নতুন ধরনটি আগের ধরনের চেয়ে অনেক বেশি সংক্রামক। সে কারণেই নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে সোমবার স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেন। ছবি: সংগৃহীত