আজকের আলোচিত ছবি : ১৩ ফেব্রুয়ারি ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানা ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর শাহবাগের ফুলের দোকানে উপচেপড়া ভিড়। আগামীকাল ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে ফুলের চাহিদা বেড়েছে। ছবি: জাগো নিউজ
-
আজ দুপুরে আজিজ সুপার মার্কেট ঘুরে দেখা গেছে, বর্ণিল পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বেচাকেনার ক্ষেত্রে প্রত্যাশার ছিটেফোঁটাও নেই। করোনার ধাক্কা কাটাতে ভ্যালেন্টাইনস ও বসন্ত উৎসব ঘিরে প্রত্যাশা পূরণের কোনো সম্ভাবনাই দেখছেন না তারা। ছবি: জাগো নিউজ
-
আর্টেলা ব্র্যান্ডের স্বত্বধিকারী কানিজ হৃদি জাগো নিউজকে বলেন, 'ভ্যালেন্টাইনস ডে’র জন্য আয়োজন থাকলেও ক্রেতা নেই। তবে বসন্তবরণ উপলক্ষে কিছু ক্রেতা আসছে। বেচাকেনা গত বছরের চেয়ে অর্ধেকেরও কম।’ ছবি: জাগো নিউজ
-
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব ‘বীর উত্তম’ বাতিলে সরকারের উদ্যোগের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হট্টগোল বেধেছে। পরিস্থিতি সামলাতে দলটির নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এসময় বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। ছবি: জাগো নিউজ
-
আজ দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। হট্টগোলের পর পুলিশ লাঠিপেটা করলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এসময় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন বলে দাবি করেন দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর শাহবাগের ফুলের দোকানে ক্রেতারা পছন্দের ফুল কিনছেন। ছবি: জাগো নিউজ
-
আফগানিস্তানের রাজধানী কাবুল উপকণ্ঠে জাতিসংঘের একটি গাড়িবহরে হামলায় অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। নিহতরা সবাই আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য। তারা জাতিসংঘের ওই গাড়িবহরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ছবি: সংগৃহীত