আজকের আলোচিত ছবি : ১২ ফেব্রুয়ারি ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ প্রকাশ করা হয়। ছবি: জাগো নিউজ
-
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নান্দনিক সড়কবাতিগুলোর উদ্বোধন করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এর মাধ্যমে আলোকোজ্জ্বল হয় ৪ দশমিক ২ কিলোমিটার সড়ক ও আশপাশের এলাকা। আজ সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি অনেকেই শেয়ার ও পোস্ট করেছেন। ছবি: জাগো নিউজ
-
মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব কাউন্সিল শুক্রবার দেশটির ২৩ হাজার ৩১৪ জন এবং ৫৫ জন বিদেশি নাগরিকের সাজা মওকুফের আদেশ দিয়েছে। জেনারেল মিন অং হ্লাইংয়ের সভাপতিত্বে কাউন্সিলের বৈঠকে চলতি বছরের ৩১ জানুয়ারির আগে যেকোনো অপরাধে সাজাপ্রাপ্ত এই বন্দিদের ক্ষমার অনুমোদন দেয়া হয়। ছবি: সংগৃহীত
-
সবুজ পাতার ভেতরে বেগুনি রঙ। দূর থেকে দেখলে মনে হবে যেন সারিবদ্ধ ফুল ফুটে আছে। তবে এটা কোনো ফুল নয়। সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের বিভিন্ন মাঠে সারিবদ্ধভাবে ফুটে আছে শত শত রঙিন বাঁধাকপি। শীতকালের সবজিগুলোর মধ্যে বাঁধাকপি অন্যতম। ছবি: জাগো নিউজ
-
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরের পদ্মা নদীতে ধরা পড়েছে ৩৪ কেজি ২০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। আজ সকালে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা একটু লাভের আশায় ঘাটের দেলোয়ার সরদারের আড়ত থেকে ১২শ টাকা কেজি দরে ৪১ হাজার টাকায় ওই বাঘাইড় মাছটি কিনে নেন। ছবি: জাগো নিউজ
-
মসজিদে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য স্থান না হওয়ায় রাস্তায় জুমআর নামাজ আদায় করছেন। রাজধানীর সোবহানবাগের মসজিদের সামনে থেকে আজ এ ছবি তোলা হয়েছে। ছবি: সংগৃহীত