আজকের আলোচিত ছবি : ৯ ফেব্রুয়ারি ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানা ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রংপুর ফাউন্ড্রি লিমিটেড উৎপাদিত টিউবওয়েল, বাথরুম ফিটিংস, গ্যাস স্টোভ, ওয়েল্ডিং ইলেক্টোড, জিআই ফিটিংস, কৃষি যন্ত্রপাতিসহ বিভিন্ন পণ্য এবং বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস লিমিটেডের পিভিসি দিয়ে তৈরি ডোর, উইন্ডো, শিট, সিলিং, নেট ও সফট পিভিসিসহ বিভিন্ন পণ্য পরিবেশনে সংশ্লিষ্ট পরিবেশকদের নিয়ে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছবি: জাগো নিউজ
-
সম্প্রতি হবিগঞ্জের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে রংপুর ফাউন্ড্রির জাতীয় পর্যায়ের শীর্ষ ৩০ জন ও বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালসের ৪৩ জন পরিবেশককে পুরস্কৃত করা হয়। ছবি: জাগো নিউজ
-
কুড়িগ্রামের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক আজ মঙ্গলবার রাজধানীর বনানীর জাতীয় পার্টির কার্যালয়ে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। ছবি: জাগো নিউজ
-
আজ রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) বক্তৃতা করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাকে ১৫ টাকা কেজি ধরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। ছবি: জাগো নিউজ
-
টাই না পরে আসায় সংসদে বক্তব্য রাখতে পারলেন না নিউজিল্যান্ডের মাওরি সম্প্রদায়ের নেতা রাওইরি ওয়েইতিতি। পোশাক নিয়ে বিতর্কের জেরে তাকে সভাকক্ষ থেকে বের করে দেন দেশটির স্পিকার ট্রেভর মালার্ড। ছবি: সংগৃহীত