আজকের আলোচিত ছবি : ৪ ফেব্রুয়ারি ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
করোনার জন্য কাতারে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সম্প্রতি করোনা সংক্রমণ বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ৩২টি বিধি-নিষেধের একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে ৮০ শতাংশ কর্মীর উপস্থিতির বিধান রাখা হয়েছে। ছবি: সংগৃহীত
-
নওগাঁয় শীতজনিত কারণে বাড়ছে বিভিন্ন রোগ। বিশেষ করে শিশু-বৃদ্ধরা ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর-সর্দিতে আক্রান্ত হচ্ছে বেশি। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। ছবি: জাগো নিউজ
-
রাজশাহীর নগরীর উপকণ্ঠ কাটাখালী পৌরসভায় বাড়ি মো. ডলার (৩৫) নামের যুবকের। পেশায় তিনি রাজশাহী সুগার মিলের পাম্প চালক। অবসর সময়ের অধিকাংশই কাটে ইউটিউব ও ফেসবুকের ভিডিও দেখে। সে থেকেই মাথায় চিন্তা আসে চাকরির পাশাপাশি ব্যতিক্রমী কিছু করার। এভাবেই তিনি আগুন পান বিক্রি শুরু করেন। ছবি: জাগো নিউজ
-
ভালো ফলন পাওয়ায় কুড়িগ্রামে বাদাম চাষের দিকে ঝুঁকেছন কৃষকরা। ছবি: জাগো নিউজ
-
এবারও বাদামের ভালো ফলন পাবেন বলে আশা করছেন কুড়িগ্রামের কৃষকরা। ছবি: জাগো নিউজ
-
নদীটির নাম নন্দকূঁজা। নাটোরের গুরুদাসপুর শহর ঘেঁষে প্রবাহিত হয়েছে। এই সোজা নৌপথেই নাজিরপুর-হালসা-আহমেদপুর-কমরদহ-দয়রামপুর লম্বা পথ পরে পদ্মা! কীর্তিনাশা-পদ্মা থেকেই যে নদীর উদ্ভব! নারদ নদ এতেই বিসর্জিত হয়েছে। এই নদী বিসর্জিত হয়েছে গুমানী নদীতে আর গুমানী পড়েছে বড়ালে, বড়ালের যাত্রার সমাপ্তি ঘটেছে যমুনায়। ভাবা যায় একসময় নন্দকুঁজা নদীতে লঞ্চ চলতো! নিয়মিত চলতো গহনার নৌকাও। বহুকালের সাক্ষী নন্দকুঁজা আজ প্রৌঢ়। অবহেলিত নদীটি আজ মৃত প্রায়। ছবি: ফাত্তাহ তানভীর রানা
-
কানাডার টরন্টোর রিজেন্ট পার্ক এলাকায় চার বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। আহতদের দ্রুত হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ছবি: সংগৃহীত
-
মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের পর প্রতিদিন সেদেশের গুরুত্বপূর্ণ রাস্তায় এভাবে সেনা সদস্যদের টহল চলছে। ছবি: সংগৃহীত