আজকের আলোচিত ছবি : ২ ফেব্রুয়ারি ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
চিনিকল চালুসহ বিভিন্ন দাবি নিয়ে রাজধানীতে মানববন্ধন করেছেন শ্রমিক কর্মচারী ঐক্যপরিষদ। ছবি: জাগো নিউজ
-
আজ বাংলাদেশ ফিল্ম আর্কাইভে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। প্রাতিষ্ঠানিক গণশুনানীতে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহানারা পারভীন উপস্থিত ছিলেন। সেবাপ্রত্যাশীদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর ও পরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন। ছবি: সংগৃহীত
-
ভাষার মাস উপলক্ষে আজ রাজধানীতে ‘বর্ণমালার মিছিল’ নামে র্যালি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ছবি: জাগো নিউজ
-
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে প্রবল তুষার ঝড়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর ফলে বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে, ভ্যাকসিন প্রদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং থমকে গেছে নিউইয়র্ক শহর। ছবি: সংগৃহীত
-
শীতের জেলা পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমেছে। অব্যাহত রয়েছে মাঝারি পর্যায়ের শৈত্যপ্রবাহ। মঙ্গলবার সকালে সর্বনিম্ন ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ছবি: জাগো নিউজ