আজকের আলোচিত ছবি : ৩১ জানুয়ারি ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা বন্ধের প্রতিবাদ ও জানুয়ারি মাসসহ অগ্রিম তিন মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন রাজধানীর মিরপুর-২ এর জিন্স ম্যানুফ্যাকচারিং কারখানার শ্রমিকরা। আজ পাঁচ ঘণ্টা অবরোধের পর মালিকপক্ষ আলোচনায় বসতে রাজি হওয়ায় রাস্তা থেকে সরে গেছেন তারা। সকাল ৮টায় শ্রমিকরা মিরপুর-২ এর সনি সিনেমা হলের সামনে অবরোধ শুরু করেন। ছবি: জাগো নিউজ
-
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক আজ সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে। ছবি: জাগো নিউজ
-
জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ল্যাপটপ ও বই উপহার দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ছবি: পিআইডি
-
চাকরিতে অবিলম্বে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, মুক্তিযোদ্ধাদের স্বচ্ছ চূড়ান্ত তালিকা প্রণয়ন এবং প্রতি বছর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের নামে হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। ছবি: জাগো নিউজ
-
মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য বাসুদেব কীর্ত্তনীয়া কৃষি বিভাগের পরামর্শে আখের সাথে সাথী ফসল হিসাবে ব্রকলি, ফুলকপি ও পাতাকপি চাষ করে ব্যাপক সাফলতা পেয়েছেন। ছবি: সংগৃহীত