আজকের আলোচিত ছবি : ২৬ জানুয়ারি ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বালুঘাট-মাস্টারটেক সড়কটির দৈর্ঘ প্রায় তিন কিলোমিটার। একসময় এই সড়ক দিয়ে সহজেই পল্লবীর সাগুফতা থেকে উত্তরার জসিম উদ্দিনে যাওয়া যেত। কিন্তু বর্তমানে সড়কটিতে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ছবি: জাগো নিউজ
-
ভারতের প্রজাতন্ত্র দিবসে আকাশে যুদ্ধ বিমান উড়ছে। ছবি: সংগৃহীত
-
আজ আন্তর্জাতিক কাস্টম দিবসে তিনটি প্রতিষ্ঠান ও ১৭ কর্মকর্তাকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) সার্টিফিকেট অব মেরিট সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ছবি: জাগো নিউজ
-
আজ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রয়াত সাংবাদিক মিজানুর রহমান খানের স্মরণসভা অনুষ্ঠিত হয়। ছবি: জাগো নিউজ
-
ভারতের প্রজাতন্ত্র দিবসে সে দেশের বিভিন্ন স্থান সাজানো হয়। ছবি: সংগৃহীত
-
ভারতের প্রজাতন্ত্র দিবসের সরকারি ছুটি থাকায় আজ সকাল থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ ছিল। এর ফলে দু’দেশের সীমান্তে আমদানি-রফতানি পণ্য নিয়ে শত শত ট্রাক আটকা পড়ে। ছবি: জাগো নিউজ