আজকের আলোচিত ছবি : ২৫ জানুয়ারি ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ওয়ানডে ক্যারিয়ারের ৪৮তম ফিফটির পথে সাকিবের একটি শট। ছবি: জাগো নিউজ
-
বাংলাদেশ ৩৮ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ৯৭ রানের জুটি গড়েন সাকিব-তামিম। ছবি: জাগো নিউজ
-
মেহেরপুরের গাংনীর চাষিদের উৎপাদিত নিরাপদ সবজি বাঁধাকপি মালয়েশিয়া ও সিঙ্গাপুরের পর এবার যাচ্ছে তাইওয়ান। স্বল্প বিনিয়োগে অধিক মুনাফার আশায় নিরাপদ সবজি উৎপাদনে আগ্রহী হচ্ছেন এ অঞ্চলের কৃষকরা। কৃষি বিভাগ বলছে, নিরাপদ সবজি উৎপাদনে সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। ছবি: জাগো নিউজ
-
মেহেরপুরের গাংনী উপজেলায় সারা বছরই বিভিন্ন ধরনের সবজি চাষ হয়। দেশের সবজি উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে গাংনীর চাষিদের। এখানে চাষ করা হয় বিষমুক্ত নিরাপদ সবজি যা বিদেশে রপ্তানি হওয়ায় বেড়েছে বৈদেশিক আয়। ছবি: জাগো নিউজ
-
প্রায় তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ মাথায় নিয়ে কানাডায় পালিয়ে থাকা প্রশান্ত কুমার (পি কে) হালদারের দুই সহযোগীকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা দুজন হলেন- পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক। ছবি: জাগো নিউজ
-
পৌরসভা নির্বাচনের প্রিসাইডিং অফিসার ও স্থানীয় উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান আলী এবং স্থানীয় সাংবাদিকসহ তাদের পরিবারকে নিরাপত্তা দিতে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ নিজের ব্যাখ্যা দিতে সশরীরে হাইকোর্টে উপস্থিত হলে এসপিকে আদালত এ নির্দেশনা দেন। ছবি: জাগো নিউজ
-
এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে) হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে তিন দিনের রিমান্ডে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে আনা হয়। ছবি: জাগো নিউজ