আজকের আলোচিত ছবি : ২২ জানুয়ারি ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পল্লীকবি জসিম উদদীন সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে আজ। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে লেখক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধন করেন শিশুসাহিত্যিক রফিকুল হক দাদুভাই। ছবি: জাগো নিউজ
-
ইউক্রেনের খারকিভ শহরে বেসরকারি একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আগুনে অগ্নিদগ্ধ হয়েছেন আরও পাঁচজন। গতকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ছবি আজ বিশ্বের অনেক বিখ্যাত সংবাদ মাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে। ছবি: সংগৃহীত
-
সিঙ্গাপুর প্রবাসী হেদায়েত উল্লাহ নাহিদ ছুটিতে দেশে এসেছিলেন। তারপর আটকে গেলেন করোনার কারণে লকডাউনে। দেশে বসে কি করবেন তা ভেবে পাচ্ছিলেন না। শেষে ইউটিউব দেখে ক্যাপসিকাম চাষ শুরু করেন। ছবি: জাগো নিউজ
-
ইউটিউব দেখে দেখে নাহিদ দেশের মাটিতেই ফলিয়ে ফেললেন বিদেশি সবজি ক্যাপসিক্যাম। খেতভরা ‘মিষ্টি মরিচ’ খ্যাত এই সবজি দেখে অবাক এলাকার মানুষ। নাহিদের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার মোহনপুর গ্রামে। ছবি: জাগো নিউজ
-
৩০ শতাংশ ঝুঁকি ভাতার দাবিতে জাতীয় পতাকা হাতে নিয়ে র্যালি করেছেন গার্মেন্টস শ্রমিকরা। পরে সংক্ষিপ্ত সমাবেশও করেন তারা। আজ দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছবি: জাগো নিউজ