আজকের আলোচিত ছবি : ২১ জানুয়ারি ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় টিকার প্রথম চালান। ছবি: জাগো নিউজ
-
ভারত সরকার বাংলাদেশকে কোভিড-১৯-এর ভ্যাকসিন ‘কোভিশিল্ড’-এর (অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন) ২০ লাখ ডোজ উপহার হিসেবে প্রদান করেছে। এ বিষয়ে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এ কথা বলেন। ওই সময় ভারতীয় হাইকমিশনার ভ্যাকসিনগুলো পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের কাছে হস্তান্তর করেন। ছবি: জাগো নিউজ
-
এই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী আরও বলেন, দুই দেশের সরকারের মধ্যকার ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের আলোচনার ধারাবাহিকতায় ভারতে ভ্যাকসিন প্রদান শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যে বাংলাদেশকে ভ্যাকসিন দেয়া হলো। ছবি: জাগো নিউজ
-
আজ তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সম্পাদক ফোরামের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: জাগো নিউজ
-
ভারতে করোনাভাইরাস টিকা উৎপাদানকারী অন্যতম প্রতিষ্ঠান সেরাম ইনস্টিউটের একটি স্থাপনায় আগুন লেগেছে, তবে এতে টিকা উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ছবি: সংগৃহীত
-
দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল-এর তিন দিনব্যাপী বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কক্সবাজারের তিনটি হোটেলে অনুষ্ঠিত এ সম্মেলনে আরএফএলের বিভিন্ন পণ্য বিক্রয়ের সাথে যুক্ত প্রায় এক হাজার ৮০০ কর্মকর্তা উপস্থিত ছিলেন। ছবি: জাগো নিউজ