আজকের আলোচিত ছবি : ১৭ জানুয়ারি ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯’ প্রদান করেছেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর পক্ষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ পুরস্কার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শ্রেষ্ঠ সুরকারের পুরস্কার গ্রহণ করছেন তানবীর তারেক। ছবি: সংগৃহীত
-
প্রধানমন্ত্রীর পক্ষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন অভিনেতা জাহিদ হাসান। ছবি: সংগৃহীত
-
শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার নিচ্ছেন তারিক আনাম খান। ছবি: সংগৃহীত
-
চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের দর্শকদের একাংশ। ছবি: সংগৃহীত
-
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজ চলমান। প্রকল্পে কয়লা, তেল ও অন্যান্য ভারী মালামাল আনা-নেয়ার জন্য ১৪ দশমিক ৩ কিলোমিটার দৈর্ঘ্য, ২৫০ মিটার প্রস্থের টার্নিং জেটি ও মাইনাস ১৮ দশমিক ৫ মিটার গভীরতার চ্যানেল নির্মাণ করা হচ্ছে। ছবি: জাগো নিউজ
-
নদী রক্ষা কমিশনের নবনিযুক্ত সম্মানিত চেয়ারম্যান এ এস এম আলী কবির শেরনিয়াবাতের যোগদান পরবর্তী পরিচয়মূলক সভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে আজ। ছবি: সংগৃহীত
-
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি আজ সকালে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘ঊনবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১’ এর অংশ হিসাবে ‘রইনবো ফিল্ম সোসাইটি’ আয়োজিত দুই দিনব্যাপী কনফারেন্সের উদ্বোধন করেন। ছবি: সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়