আজকের আলোচিত ছবি : ১৫ জানুয়ারি ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
এক সপ্তাহের মধ্যে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ ৬ দফা দাবিতে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। ছবি: জাগো নিউজ
-
সমাবেশে সংগঠনটির আহ্বায়ক অহিদুল ইসলাম তুষার বলেন, ‘১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সনদ বাতিল করা হয়েছে। এ সনদ বাতিলের মাধ্যমে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার গভীর ষড়যন্ত্র করা হচ্ছে বলে মনে করি।’ ছবি: জাগো নিউজ
-
সমাবেশ থেকে বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করা না হলে কঠোর আন্দোলন ও উচ্চ আদালতে যাওয়া হবে বলে জানান। ছবি: জাগো নিউজ
-
করোনার প্রাদুর্ভাবে সাত মাস বন্ধ থাকার পর সরকারি নির্দেশনা মেনে জাতীয় চিড়িয়াখানা উন্মুক্ত করা হয় গত বছরের ১ নভেম্বর। তারপর প্রায় প্রতিদিনই চিড়িয়াখানায় ছিল দর্শনার্থীদের ভিড়। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ভিড় আরও বেড়ে যায়। ছবি: জাগো নিউজ
-
ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ। এছাড়া বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় আজ সকালে ৬.২ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, আতঙ্কিত বাসিন্দারা নিরাপদ এলাকায় সরে গেছে। ছবি: সংগৃহীত
-
ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য অ্যামাজোনাসে বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমণ। ফলে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে বেড ও অক্সিজেন সঙ্কট। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) থেকে ১০ দিনের কারফিউ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার থেকে শুরু হওয়া এই কারফিউ প্রতিদিন স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত চলবে। ছবি: সংগৃহীত