আজকের আলোচিত ছবি : ৮ জানুয়ারি ২০২১
আজকের দিনের আলোচিত কিছু ছবি দেখুন।
-
রাজধানীর কলাবাগানে স্কুলছাত্রীকে (১৭) ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়। ছবি: জাগো নিউজ
-
দীর্ঘদিন ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় এবার কৃষক আমনের দাম ভালোই পেয়েছে। সে কারণে ঠাকুরগাঁওয়ের কৃষকরা উৎসাহ উদ্দীপনায় বোরো আবাদ শুরু করেছে। জমি প্রস্তুত করতে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ছবি: জাগো নিউজ
-
জমিতে পানি সেচ, হালচাষ, সার প্রয়োগ, বীজ উঠানো ও প্রস্তুতকৃত জমিতে চারা রোপণ করার প্রতিযোগিতায় নেমেছে কৃষকরা। গত মৌসুমের আমন ধানের ভালো ফলন প্রতি একরে প্রায় ৬০ মণ ও মূল্য প্রতিমণ ৮শ থেকে ৯শ টাকা পেয়ে কুড়িগ্রামের কৃষকদের বোরো আবাদে এবার আগ্রহ বেড়েছে। ছবি: জাগো নিউজ
-
এভাবেই ফুটপাত দখল করে প্রতিদিন রাজধানীতে বসছে অস্থায়ী দোকান। পথচারীদের চলাচলে এতে ভীষণ সমস্যা হয়। কিন্তু কর্তৃপক্ষ সমাধানের কোনো ব্যবস্থা নিচ্ছে না। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর উত্তরায় ‘কী দরকার বিডি’ নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে আজ। প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। অনুষ্ঠানে জানানো হয়েছে ‘কী দরকার বিডি’তে দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে মাধ্যমে অর্ডার গ্রহণ এবং ডেলিভারি দেয়া হবে। ছবি:বিপ্লব দিক্ষৎ
-
আজ রাজধানীতে বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম নামের একটি সংগঠন মুক্ত আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। ছবি: বিপ্লব দিক্ষিৎ