আজকের আলোচিত ছবি : ২৭ ডিসেম্বর ২০২০
আজকের দিনের আলোচিত কিছু ছবি দেখুন।
-
মাত্র দুই কিলোমিটার ভাঙা সড়ক সংস্কার না করায় দুর্ভোগ পোহাচ্ছেন প্রায় ১০ হাজার মানুষ। পাবনার সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গি-আড়িয়া গোহালবাড়ি এলাকার এই দুই কিলোমিটার সড়কে প্রায় এক যুগ ধরে সংস্কারের ছোঁয়া না লাগায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ছবি: জাগো নিউজ
-
বেসরকারি কলেজ স্থাপন ও পরিচালন নীতিমালা প্রতিপালনে ব্যর্থ হওয়ায় গত নভেম্বরে বন্ধ হয়েছে রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজ। এতে কলেজের বিভিন্ন বর্ষের ২০৭ জন শিক্ষার্থী পড়েছেন চরম বিপাকে। মাইগ্রেশনে ভর্তি হতে অন্য কলেজ দাবি করছে অর্থ, আর সুযোগ বুঝে বন্ধ হওয়া কলেজের মালিক সনদ আটকে শিক্ষার্থীদের কাছ থেকে দাবি করছেন অর্থ। ছবি: জাগো নিউজ
-
আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নিজেদের সমস্যার কথা বলতে এসেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। তারা বলছেন, স্বাস্থ্য অধিদফতর, শাহ মখদুম মেডিকেল ও অন্যান্য মেডিকেল কলেজ শিক্ষার্থীদের নিয়ে ফুটবলের মতো খেলছে। সেশনজটের আশঙ্কাসহ মানসিকভাবে ভেঙে পড়েছেন এসব শিক্ষার্থী। ছবি: জাগো নিউজ
-
বন্ধ চিনিকল চালুর দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানবদবন্ধন করছে বাংলাদেশ আখচাষী ইউনিয়ন। ছবি: জাগো নিউজ
-
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা পরীক্ষা করাতে আসছেন বহু মানুষ। এর মধ্যে পরীক্ষা নিয়ে কড়াকড়ির কারণে অপেক্ষমানদের দীর্ঘ লাইন ছিল। ফলে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে সীমান্তে মানুষের ভোগান্তি ছিল মাত্রাহীন। আর এ পরীক্ষা করাতে এসেই গত সপ্তাহে মৃত্যু হয়েছে ১৫ জনের। ছবি: সংগৃহীত
-
মিসরের রাজধানী কায়রোতে শনিবার করোনাভাইরাস রোগীদের চিকিৎসা দেয়া একটি প্রাইভেট হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সূত্র ও সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে। ছবি: সংগৃহীত