আজকের আলোচিত ছবি : ২৫ ডিসেম্বর ২০২০
আজকের দিনের আলোচিত কিছু ছবি দেখুন।
-
আজ জাতীয় প্রেসক্লাবের সামনে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে মানববন্ধন করেছে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রীতি নামের একটি সংগঠন। ছবি: মাহবুব আলম
-
রাজধানীর তেজগাঁও হলি রোজারিও চার্চে বড়দিনের খ্রীস্টযোগে করোনা থেকে মুক্তির প্রার্থনা করা হয়। ছবি: মাহবুব আলম
-
কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এসময় ভাঙচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। শুক্রবার (২৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘কুষ্টিয়া জেলা সমিতি, ঢাকা’ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। ছবি: জাগো নিউজ
-
বড়দিন উপলক্ষে রাজধানীর তেজগাঁও হলি রোজারিও চার্চের সাজসজ্জা। ছবি: মাহবুব আলম
-
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে জন পার্টির চেয়ারম্যান হৃদয় চৌধুরী বলেছেন, ‘ভাস্কর্য, স্মৃতিস্তম্ভ এ দেশের ইতিহাস-ঐতিহ্যের অংশ।’ শুক্রবার (২৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
দীর্ঘ ৯ মাস পর বাড়ি ফিরলেন ফটোসাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজল। আজ বেলা ১১টায় কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। সাংবাদিক কাজলের মুক্তির অপেক্ষায় স্ত্রী জুলিয়া ফেরদৌসী ও ছেলে মনোরম পলক সকাল থেকেই জেলগেটে অপেক্ষা করছিলেন। জেলগেট থেকে বেরিয়েই ছেলেকে বুকে জড়িয়ে ধরেন তিনি। ছবি: সংগৃহীত
-
‘বঙ্গবন্ধু বিজয় দিবস বাস্কেটবল টুর্নামেন্ট-২০২০’ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীকে ৭৭-৪০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার (২৫ ডিসেম্বর) ছিল এ প্রতিযোগিতার সমাপনী দিন। রাজধানীর ধানমন্ডি ইনডোর বাস্কেটবল জিমনেশিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর। ছবি: জাগো নিউজ
-
মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অর্ধশত শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেয়া হয়েছে। সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের বাসিন্দা ও ইতালি প্রবাসী সুমন আহমেদের ব্যক্তিগত অর্থায়নে হুইলচেয়ারগুলো দেয়া হয় আজ। ছবি: জাগো নিউজ