আজকের আলোচিত ছবি : ২৩ ডিসেম্বর ২০২০
আজকের দিনের আলোচিত কিছু ছবি দেখুন।
-
নদীর পানি কমার সঙ্গে সঙ্গে পদ্মা ও যমুনার মোহনায় এখন প্রায়ই জেলেদের জালে ধরা পড়ছে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ। এতে খুশি জেলেরা। এবার রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথক দুই জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির দুইটি কাতল মাছ। ছবি: জাগো নিউজ
-
মাছ দুটির ওজন প্রায় ৪০ কেজি অর্থাৎ এক মণ। মাছ দুটি বিক্রি হয়েছে ৬২ হাজার ৯০০ টাকায়। ছবি: জাগো নিউজ
-
ঝালকাঠির রাজাপুর উপজেলার হাইলাকাঠি গ্রামে ৭৫টি পরিবার রয়েছে, যারা শীতলপাটি তৈরি ও বিক্রি করেই জীবিকা নির্বাহ করেন। পাটি গাছের বাগান ও শীতলপাটি বুননের খ্যাতির কারণে গ্রামটি ‘পাটিগ্রাম’ এবং এ কাজে যারা জড়িত তারা ‘পাটিকর’ হিসেবে এলাকায় পরিচিত। এছাড়া ঝালকাঠিতে মোট ১১টি গ্রামের দুই শতাধিক পরিবার এ কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। ছবি: জাগো নিউজ
-
সিরাজগঞ্জের চলনবিলের বাতাসে ভাসছে শুঁটকি মাছের গন্ধ। চলনবিল অধ্যুষিত এলাকাগুলোতে বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে শুঁটকি তৈরির ধুম পড়েছে। এ অঞ্চলের শতাধিক শুঁটকি চাতালে দেশি প্রজাতির মাছের শুঁটকি তৈরিতে সকাল থেকে রাত অবধি মাছ কেনা, ধোয়া, চাতালে শুকানো এবং মান ও প্রকারভেদে বাছাই করে পৃথক করার কাজ করছেন শত শত নারী-পুরুষ। ছবি: জাগো নিউজ
-
মৎস্যভান্ডার খ্যাত চলনবিলের সিরাজগঞ্জের তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া, পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, নাটোরের সিংড়া, গুরুদাসপুর, নওগাঁর আত্রাই উপজেলার বিস্তীর্ণ এলাকার বিভিন্ন স্থানে শুঁটকি উৎপাদনে চাতাল তৈরি করেছেন ব্যবসায়ীরা। ছবি: জাগো নিউজ
-
সিলেট বিভাগের সব পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৭২ ঘণ্টার পরিহবন (সব ধরনের) ধর্মঘটের কারণে আজ সুনামগঞ্জ থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। পণ্যবাহী ট্রাকের পাশপাশি চলাচল করেনি কোনো লোকাল বাসও। ছবি: জাগো নিউজ
-
ফ্রান্সে গুলিবিদ্ধ হয়ে তিন পুলিশের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৪ জন। ফ্রান্সের কেন্দ্রীয় পুই ডে ডোম এলাকায় বুধবার ওই হত্যাকাইেমবর ঘটনা ঘটেছে। খবর এএফপির।কেন্দ্রীয় প্রসিকিউটরের কার্যালয় থেকে হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পারিবারিক সহিংসতার ঘটনায় পুলিশের কাছে সহায়তা চেয়ে ফোন করা হয়েছিল। ছবি: সংগৃহীত