আজকের আলোচিত ছবি : ২১ ডিসেম্বর ২০২০
আজকের দিনের আলোচিত কিছু ছবি দেখুন।
-
গাজীপুর মহানগরীর পূবাইল থানার কুদাব কাজী পাড়া এলাকাড তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল সাড়ে ১০টায় রহমান এন্টারপ্রাইজ নামের এক গার্মেন্টসের ঝুট থেকে তুলা তৈরির কারখানায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: জাগো নিউজ
-
আগামী জুনের মধ্যে আরও ৬ কোটি ডোজ করোনাভাইরাসের টিকা বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। ছবি: জাগো নিউজ
-
উত্তরের জনপদ পঞ্চগড়ে মাঝারি পর্যায়ের শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। আজ সকালে সর্বনিম্ন ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। ছবি: জাগো নিউজ
-
ভারতে কৃষি আইন বাতিলের দাবিতে ২৬ দিন ধরে আন্দোলন করছেন কৃষকরা। এরপরও সরকারের পক্ষ থেকে আইন বাতিলের কোনো সিদ্ধান্ত আসেনি। তাই সরকারের ওপর আরো চাপ বাড়াতে চান কৃষকরা। এর অংশ হিসেবে আজ থেকে রিলে অনশন শুরু করেছেন তারা। ছবি: জাগো নিউজ
-
সেন্টমার্টিন দ্বীপ থেকে টেকনাফ ফেরার পথে শতাধিক পর্যটক নিয়ে সাগরে বিকল হওয়া জাহাজের পর্যটকরা ফিরতে শুরু করেছেন। আজ সকালে স্পিডবোট ও কাঠের ট্রলারে করে টেকনাফ ফিরেছেন জাহাজের অর্ধশতাধিক যাত্রী। বাকিরা পর্যটকরা দ্বীপে যাওয়া অন্য জাহাজে করে ফেরার অপেক্ষায় রয়েছেন। দুপুর ২টার দিকে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। ছবি: জাগো নিউজ
-
ভারতের অযোধ্যায় মসজিদ নির্মাণের প্রথম আর্কিটেকচারাল পরিকল্পনা প্রকাশ করেছে এর দায়িত্বে থাকা ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ) ট্রাস্ট। গত বছর সুপ্রিম কোর্টের এক রায়ে এ মসজিদ নির্মাণের কথা বলা হয়। দীর্ঘদিন ধরে উত্তর প্রদেশে বাবরি মসজিদ ও রাম মন্দির নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধ নিয়ে গত বছর সুপ্রিম কোর্ট রায় দেয়। ছবি: সংগৃহীত