আজকের আলোচিত ছবি : ২০ ডিসেম্বর ২০২০
আজকের দিনের আলোচিত কিছু ছবি দেখুন।
-
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি আজ সকালে রাজধানীর গুলিস্তানস্থ জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত ‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ শীর্ষক ধারাবাহিক পাঠ কার্যক্রমে অংশগ্রহণকারী সেরা শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ করেন। ছবি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
-
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে বই লেখার পেছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন তারই সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা। বঙ্গবন্ধুর কারাগারে অনন্তরীণ থাকাকালে বই লেখার জন্য তাকে খাতা, কলম ও পেন্সিল সরবরাহ করেছিলেন বঙ্গমাতা। ছবি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
-
ফুটপাত দখল করে দোকান বসাতে পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতি দিন। ছবিটি রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে তোলা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাজধানীতে আজ কৃষি গবেষণা সিস্টেম এর কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করে। ছবি: মাহবুব আলম
-
রাষ্ট্রয়াত্ব চিনিকলে আখ মাড়াই কার্যক্রম বন্ধের প্রতিবাদে দিনাজপুরের সেতাবগঞ্জে খালি থালা হাতে ভুখা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন চিনিকলের শ্রমিক-কর্মচারীরা। আজ সেতাবগঞ্জ চিনিকলের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়েছে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রমিকরা। পরে চিনিকল চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ করেন তারা। ছবি: জাগো নিউজ
-
কাবুলে রবিবার আফগান সংসদ সদস্য খান মোহাম্মাদ ওয়ারদাককে হত্যার উদ্দেশ্যে চালানো বোমা হামলায় অন্তত নয়জন মারা গেছেন। তবে মোহাম্মাদ ওয়ারদাক হামলা থেকে বেঁচে গেছেন। আফগান স্বরাষ্ট্রমন্ত্রী মাসউদ আন্দারাবির বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলায় আরও ২০ জন আহত হয়েছেন যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ছবি: সংগৃহীত