আজকের আলোচিত ছবি : ১৯ ডিসেম্বর ২০২০
আজকের দিনের আলোচিত কিছু ছবি দেখুন।
-
দেশের উত্তরের জেলা কুড়িগ্রামে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা সারাদেশে সর্বনিম্ন। ঠান্ডায় চরম বিপাকে পড়েছে শিশু ও বয়স্করা। তীব্র ঠান্ডা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষের জীবন। ছবি: জাগো নিউজ
-
গতকাল মৃদু শৈত্যপ্রবাহ থাকলেও আজ কুড়িগ্রামের তাপমাত্রা কমে যাওয়ায় মাঝারি শৈত্যপ্রবাহ চলছে বলে জানিয়েছে রাজারহাট আবহাওয়া অফিস। ছবি: জাগো নিউজ
-
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, শনিবার কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এটি সারাদেশের মধ্যে আজকের সর্বনিম্ন তাপমাত্রা। ছবি: জাগো নিউজ
-
তুরস্কের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত আটজন প্রাণ হারিয়েছেন। শনিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ান্তেপ প্রদেশে এ দুর্ঘটনা ঘটেছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, দেশটির সানকো বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনা ইউনিটে আগুন লাগলে এ হতাহতের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
-
ইতালিতে নতুন করে লকডাউন জারি হচ্ছে। বড় দিনের উৎসব এবং নিউ ইয়ারকে সামনে রেখে দেশজুড়ে আবারও লকডাউন জারি করছে কর্তৃপক্ষ। দেশজুড়ে দৈনিক সংক্রমণ আবারও বাড়তে থাকায় এমন পদক্ষেপ নেয়া হয়েছে। ছবি: সংগৃহীত