আজকের আলোচিত ছবি : ৯ ডিসেম্বর ২০২০
আজকের দিনের আলোচিত কিছু ছবি দেখুন।
-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উপর আঘাত করে মূলত বাংলাদেশ নামক রাষ্ট্রের উপর আঘাত করা হয়েছে বলে জানিয়েছেন সাংবাদিকরা। বুধবার (৯ ডিসেম্বর) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বঙ্গবন্ধু অধ্যয়ন কেন্দ্র ও মৌলবাদ বিরোধী সাংবাদিক সমাজ আয়োজিত মানববন্ধনে সাংবাদিকরা এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
আন্দোলন থেকে ফিরে যেতে কৃষকদের সঙ্গে গত মঙ্গলবার সন্ধ্যায় সরাসরি আলোচনায় বসেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু এরপরও কোনো সমাধান সূত্র বের হয়নি। কারণ, তিনটি বিতর্কিত আইন প্রত্যাহারে সরকার রাজি না হওয়ায় অনড় রইলেন কৃষক নেতারা। এর জেরে বুধবার (৯ ডিসেম্বর) মোদি সরকারের মন্ত্রীদের সঙ্গে কৃষক নেতাদের যে বৈঠক হওয়ার কথা ছিল, তা বাতিল করা হয়েছে। ছবি: সংগৃহীত
-
গাছের মগডালে ঘুড়ির ছেঁড়া সুতায় ঝুলছিল একটি কাক। দীর্ঘ সময় ঝুলে থেকে কাকটির প্রাণ যায় যায় অবস্থা। এ সময় বিষয়টি চোখে পড়ে এক পথচারীর। তিনি কাকটি উদ্ধারে ফোন দেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ। ফোন পেয়ে মুহূর্তেই ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা। রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকা বুধবার বেলা ১১টা ৫৫ মিনিটে ঝুলে থাকা কাকটি উদ্ধার করেন রাজশাহী সদর ফায়ার স্টেশনের উদ্ধারকারীরা। ছবি: জাগো নিউজ
-
মহিয়সী নারী বেগম রোকেয়ার জন্ম ও প্রয়াণ দিবসে উন্মুক্ত করা হলো তার ভাস্কর্য। তবে জমকালো কোনো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নয়, কিছুটা দায়রাসাভাবেই বুধবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ভাস্কর অনীক রেজার হাত দিয়ে নগরীর শালবন ইন্দ্রার মোড়ে নির্মিত বেগম রোকেয়ার ভাস্কর্যটি উন্মুক্ত করা হয়। ছবি: জাগো নিউজ
-
বেগম রোকেয়া দিবসে পাঁচজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ পদক প্রদান করেন। ছবি: জাগো নিউজ