আজকের আলোচিত ছবি : ৭ ডিসেম্বর ২০২০
আজকের দিনের আলোচিত কিছু ছবি দেখুন।
-
ভাস্কর্য বিরোধিতার নামে বঙ্গবন্ধুর প্রতি অসম্মান ও ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঢাকা বিশবিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন। ছবি: জাগো নিউজ
-
স্বাধীনতাবিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের আহ্বান জানিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সোমবার (৭ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে প্রকৌশলী-কৃষিবিদ-চিকিৎসকদের সংগঠন (প্রকৃচি) এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। ছবি: জাগো নিউজ
-
রাজধানীতে ভাস্কর্য ভাঙচুরের ইন্ধনদাতাদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি করেছে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ। ছবি: জাগো নিউজ
-
ঘন কুয়াশার কারণে সোমবার(৭ ডিসেম্বর) রাত ২ টা থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও সকালে কুয়াশার পরিমাণ আরো বেশি হওয়ায় লঞ্চ ও স্পিডবোট চলাচল রাখেছে কর্তৃপক্ষ। ছবি: জাগো নিউজ
-
উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। হিমালয়ের নিকটবর্তী এ জেলার সর্বত্র ঢাকা পড়েছে ঘন কুয়াশায়। রাতে ও সকালে টুপটাপ শব্দে ঝরছে শিশির। আর সকালে ধানের শিষে জমে থাকা শিশিরের ফোটাই বলে দিচ্ছে শীত এসে গেছে। ছবি: জাগো নিউজ
-
ঘন কুয়াশার কারণে প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনারায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়। ছবি: জাগো নিউজ
-
করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ও আইসিইউ সংকটে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সরকার। দেশটির সবচেয়ে জনবহুল রাজ্যের তিন কোটি ৯০ লাখ মানুষের মধ্যে তিন কোটি ৩০ লাখ মানুষ ঘরে থাকার এই নির্দেশনার আওতায় পড়বে। ছবি: সংগৃহীত
-
ভারত এবং চীনের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা যেন কমছেই না। এবার অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে নতুন করে দুদেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, পশ্চিম অরুণাচল সীমান্তে চীনের বুম লা পাস এলাকায় ইতোমধ্যেই তিনটি গ্রাম তৈরি করেছে চীন। ইতোমধ্যে উপগ্রহ চিত্রে এসব গ্রামের ছবি ধরা পড়েছে। ছবি: সংগৃহীত