আজকের আলোচিত ছবি : ৬ ডিসেম্বর ২০২০
আজকের দিনের আলোচিত কিছু ছবি দেখুন।
-
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের তদন্ত ও জড়িতদের শাস্তির দাবিতে সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা। ছবি: জাগো নিউজ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ করছে। ছবি: জাগো নিউজ
-
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। রবিবার (৬ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। ছবি: জাগো নিউজ
-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি এ মানববন্ধন করে। ছবি: জাগো নিউজ
-
চীনের উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ঝাওতো-ক্লাস কাটারকে দেখতে খুবই সাদা-মাটা মনে হতে পারে। কিন্তু ১২ হাজার টনের এই জাহাজ বিশ্বের সবচেয়ে বড় উপকূলরক্ষী জাহাজ। অনেক মার্কিন বা জাপানিজ বিধ্বংসী জাহাজের চেয়েও এগিয়ে এটি। এ জহাজে দুটি হেলিকপ্টার রাখার ব্যবস্থা রয়েছে। ছবি: সংগৃহীত
-
কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক ও খেতমজুর সংগঠনগুলোর ডাকা আগামী ৮ ডিসেম্বরের ভারত বন্ধকে সমর্থনের কথা জানাল কলকাতার বামফ্রন্ট ও সহযোগী ১৬ দল। প্রদেশ কংগ্রেসও ইতিমধ্যে একই ঘোষণা করেছে। কৃষকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শহরে প্রতিবাদ কর্মসূচিও অব্যাহত। ছবি: সংগৃহীত
-
পাবনার চাটমোহর উপজেলার দুই শতাধিক দরিদ্র পরিবার কুমড়ার বড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করছে। অর্ধশত বছরের এ ঐতিহ্য এখন গৃহস্থের বাড়ির আঙিনা ছাড়িয়ে বাণিজ্যিকভাবেও উৎপাদন হচ্ছে। আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত চলে কুমড়ার বড়ি তৈরির কাজ। অনন্য স্বাদের এ কুমড়ার বড়ি তৈরি হয় ডাল আর কুমড়ার মিশ্রণে।
-
হরেক রকম ডাল দিয়ে এ বড়ি তৈরি হলেও অ্যাংকর ও মাসকলাই ডালের বড়ির চাহিদা একটু বেশি। দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহসহ বিদেশেও যাচ্ছে পাবনার চাটমোহরের কুমড়ার বড়ি। ছবি: জাগো নিউজ
-
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে টুপি পরা দুই যুবক। ভাস্কর্য ভাঙচুরের একটি ভিডিও ফুটেজ হাতে এসেছে জাগো নিউজের, ভিডিও থেকে এই ছবি নেয়া হয়েছে। ছবি: জাগো নিউজ