আজকের আলোচিত ছবি : ৫ ডিসেম্বর ২০২০
আজকের দিনের আলোচিত কিছু ছবি দেখুন।
-
কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে রাতের আঁধারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। ছবি: জাগো নিউজ
-
নয় লাখ কৃষক প্রায় এক লাখ ট্রাক্টর ও ছয় মাসের খাবার নিয়ে ভারতের রাজধানী দিল্লি অবরোধ করে নতুন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ শুরুর পর অবশেষে বিতর্কিত ওই আইনে সংশোধনী আনার কথা ভাবছে মোদি সরকার।
-
পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় মোতায়েন করা প্রায় সব সেনা সদস্যকে দেশে ফিরিয়ে আনতে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের প্রথম দিকেই সেনা প্রত্যাহারের কাজ শেষ করতে হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রতিরক্ষা দফতর।
-
প্রয়াত থাই রাজা ভূমিবল আদুলাদেজের জন্মবার্ষিকীর প্রাক্কালে কমপক্ষে ৩০ হাজার বন্দির সাজা মওকুফ এবং আরও দুই লাখ বন্দির সাজা কমিয়ে দেশটির বর্তমান রাজার পক্ষ থেকে একটি ডিক্রি জারি করা হয়েছে।
-
নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম হিরকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় চাঁচুড়ী ইউনিয়নবাসী ব্যানারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যানের নামে হত্যাচেষ্টা মামলা করায় এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: জাগো নিউজ
-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এবং ঢাকার নড়াই নদী রক্ষার দাবিতে শনিবার (৫ ডিসেম্বর) কাগজের নৌকা ভাসানো কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর, নদী রক্ষা জোট, নিরাপদ পানি আন্দোলন ও রিভার জাস্টিজ যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করে। ছবি: জাগো নিউজ