আজকের আলোচিত ছবি : ৪ ডিসেম্বর ২০২০
আজকের দিনের আলোচিত কিছু ছবি দেখুন।
-
শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দ্যেশে প্রথম জাহাজটি চট্টগ্রাম ছেড়ে যায়। এর আগে সকাল ৯টা থেকে রোহিঙ্গাদের জাহাজে তোলার কার্যক্রম শুরু হয়।
-
ভাসানচরে রোহিঙ্গাদের বসবাসের জন্য ঘর।
-
রোহিঙ্গাদের ভাসানচরে বসবাসের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। ছবি: জাগো নিউজ
-
মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ১১ ও ১২ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে ৪০তম স্প্যান ‘২-ই’। শুক্রবার ১০টা ৫৮ মিনিটে স্প্যানটি বসানো হয়। আর এর মাধ্যমেই দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৬ কিলোমিটার। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। ছবি: জাগো নিউজ
-
১৬৪২ রোহিঙ্গাকে বরণ করল ভাসানচর। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া ১ হাজার ৬৪২ রোহিঙ্গাকে বরণ করেছে ভাসানচর। শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে সেখানে তারা পৌঁছলে করোনার কারণে সবার শরীরের তাপমাত্রা মাপা হয়। এরপর হাত ধুয়ে জেটি থেকে গাড়িতে করে তাদের আবাসস্থলে দিকে নিয়ে যাওয়া হয়। ছবি: জাগো নিউজ
-
ফরিদপুরের মধুখালীতে আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (০৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কামারখালী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
-
দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের একটি জল পরিশোধন কেন্দ্রে বিস্ফোরণে চারজন প্রাণ হারিয়েছেন। মৃতদের সবাই ওই সময় জল পরিশোধন কেন্দ্রে কাজ করছিলেন। এ খবর জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে। ছবি: সংগৃহীত