আজকের আলোচিত ছবি : ৩ ডিসেম্বর ২০২০
আজকের দিনের আলোচিত কিছু ছবি দেখুন।
-
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারী উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে স্বাচিপের মানববন্ধন। ছবি: জাগো নিউজ
-
রাঙ্গামাটির নানিয়ারচরে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে নয়ন চাকমা ওরফে সাজেক চাকমা নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার ১৯ মাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি করলে নয়ন চাকমা ওরফে সাজেক চাকমা নামে এক সন্ত্রাসী নিহত হন। ছবি: জাগো নিউজ
-
শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ডে এই কার্যক্রম শুরু করে দামুড়হুদা উপজেলা প্রশাসন। এ সময় মাস্ক পরিহিত পথচারীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। ছবি: জাগো নিউজ
-
নানা আয়োজনের মধ্যদিয়ে ঠাকুরগাঁওয়ে পাকিস্তানি হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গণে সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির শুভ উদ্বোধন করা হয়। ছবি: জাগো নিউজ
-
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ধান কাটা চলছে পুরোদমে, ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। সারা বছরের খোরাক অগ্রাহায়ণ মাসের ধান থেকেই রাখা হয়। ছবি: জাগো নিউজ