আজকের আলোচিত ছবি : ২৮ নভেম্বর ২০২০
আজকের দিনের আলোচিত কিছু ছবি দেখুন।
-
দেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ায় হঠাৎ করেই তাপমাত্রা নিচে নেমে এসেছে। সেখানে শনিবার (২৮ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।
-
গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার (২৮ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার মালেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
-
বরগুনা সদর উপজেলার লতাবাড়িয়া গ্রামে ব্রাইট এ্যাগ্রো নামের একটি কৃষি খামারে মাছের পাশাপাশি ঝিনুকে মুক্তা চাষের প্রকল্প হাতে নেয়া হয়েছে। মুক্তা চাষের এই প্রকল্প দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন খামারে।
-
২৩ নভেম্বর থেকে কোভিড-বিধি মেনে জাতীয় গ্রন্থাগার খুলে গেলেও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ষাটোর্ধ্ব বয়সিদের জন্য বন্ধই ছিল এই ঐতিহ্যশালী ভবন। তাদের যেন জাতীয় গ্রন্থাগারে ঢুকে কাজ করতে দেওয়া হয়, সেই দাবিতে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়ে চিঠিও লিখেছিলেন কয়েকজন প্রবীণ নাগরিক। শেষ পর্যন্ত তাদের সেই দাবি মেনে নেয়া হয়েছে আজ।
-
রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিআরএ) প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘রজত জয়ন্তী উৎসব আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তৃতা দেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।