আজকের আলোচিত ছবি : ২৬ নভেম্বর ২০২০
-
রাজধানীর জাতীয় সংসদ ভবনের মাঠের দক্ষিণ-পশ্চিম পাশে মানিকমিয়া এভিনিউতে চলছে ‘প্রদর্শনীতে বঙ্গবন্ধু’। ১৫ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন। এরপর থেকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্যাভিলিয়নটি সর্বসাধারণে জন্য খুলে দেয়া হয়েছে।
-
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় একটি মৎস্যজীবী সমবায় সমিতির কর্তৃপক্ষের বিরুদ্ধে সরকারি বিল দখলে নিয়ে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ আহরণের অভিযোগ পাওয়া গেছে।
-
ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাই অভিমুখে রয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘নিভার’। এর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে। দেড় শতাধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখে নিম্নাঞ্চলের শত শত মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে।
-
ব্রাজিলে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দেশটির সাও পাওলো রাজ্যের তাগুই শহরে এ দুর্ঘটনা ঘটে। সাও পাওলো পুলিশ ও ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল-জাজিরা।
-
রাজস্ব বাড়লে ভ্যাটের হার কমবে বলে মন্তব্য করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে আয়োজিত একটি সেমিনার ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
-
ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের দায়িত্ব সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক পরামর্শ সভা শেষে দুই মেয়র এ প্রতিশ্রুতি দেন।
-
ফুটবল রাজপুত্রের বিদায়ে তার নিজের দেশ আর্জেন্টিনায় তিনদিনের শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।