পর্যটকে মুখর জাফলং ও বিছনাকান্দি
পর্যটক মুখর জাফলং ও বিছনাকান্দি নিয়ে সাজানো হয়েছে অ্যালবাম।
-
ঈদুল ফিতরের ছুটিতে কেউ সপরিবারে আবার কেউবা বন্ধু-বান্ধবের সঙ্গে ছুটে এসেছেন সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে। ছবি : ছামির মাহমুদ।
-
দেশের একমাত্র জলারবন রাতারগুল, বিছনাকান্দি ও জাফলং পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। ছবি : ছামির মাহমুদ।
-
প্রকৃতি কন্যা জাফলং ভরে উঠেছে প্রাণের ছোঁয়ায়। পর্যটন কেন্দ্র বিছনাকান্দিতেও রয়েছে পর্যটকের উপচে পড়া ভিড়। ছবি : ছামির মাহমুদ।
-
রাতারগুল সোয়াম ফরেস্ট ও পান্তুমাইয়ের ফাটাছড়া ঝর্ণাধারাও হাজারো পর্যটকের পদচারণায় ছিল মুখরিত। ছবি : ছামির মাহমুদ।
-
এই পর্যটন কেন্দ্রগুলোর সৌন্দর্যে খুব সহজেই আকৃষ্ট করে আগত পর্যটকদের। ছবি : ছামির মাহমুদ।
-
ভারতের মেঘালয় পর্বতের পাদদেশে নৈসর্গিক সৈৗন্দর্যের লীলাভূমি প্রকৃতি কন্যা জাফলং। সিলেটের সীমান্ত জনপদ গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্র হিসেবে দেশ-বিদেশে বেশ পরিচিত। ছবি : ছামির মাহমুদ।