রাধানীতে অনুষ্ঠিত হয়েছে রথযাত্রা
রথ যাত্রা নিয়ে এই অ্যালবাম।
-
আজ রাজধানীতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
রাজধানীতে ৫০০ বছরের পুরোনো সুত্রাপুরের রামসীতা মন্দির কমিটির উদ্যোগে বিশাল রথযাত্রা অনুষ্ঠিত হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
রথযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে হাজার হাজার নারী-পুরুষ প্রসাদ নেয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
এ ছাড়া পুরান ঢাকার শ্রীশ্রী রাধামাধব জিও দেববিগ্রহ মন্দির, ঠাটারীবাজার শিবমন্দির এবং রাধাগোবিন্দ জিও ঠাকুর মন্দিরে রথযাত্রা, আলোচনা, ধর্মীয় সংগীত পরিবেশন, গীতাপাঠ ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
রথযাত্রার উৎসব মুখর পরিবেশ। এ উপলক্ষে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা দেওয়া হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
সবাই আনন্দমুখর পরিবেশে রথযাত্রায় অংশ নিয়েছেন। ভক্তদের বর্ণীল পোশাকে অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মত। ছবি : বিপ্লব দিক্ষিৎ।