জাতীয় ঈদগাহ ঈদের জামাতের জন্য প্রস্তুত
সোয়া লাখ মুসল্লির জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ-এই নিয়ে অ্যালবাম।
-
প্রতি বছরের ন্যায় এবারও দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
রাষ্ট্রপতি আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি- পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেবেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
জানা গেছে, এবার জাতীয় ঈদগাহে পাঁচ হাজার নারীসহ এক সঙ্গে এক লাখ ২০ হাজার মুসল্লির নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। নারীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
কর্তৃপক্ষ জানান, মাঠে তাদের জন্য থাকছে আলাদা নামাজের জায়গা। মাজারের রাস্তাটি নারীদের জন্য সংরক্ষিত থাকবে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
এদিকে মঙ্গলবার জাতীয় ঈদগাহের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ সিনিয়র পুলিশ কর্মকর্তারা। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
সার্বিক নিরাপত্তার জন্য ঈদ জামাতে জায়নামাজ ছাড়া অন্য কিছু সঙ্গে না আনার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।