গুলশানে বোমা ডিস্পোজাল ও ক্রাইম সিন ইউনিট
গুলশানের রেস্তোরাঁয় বোমা ডিস্পোজাল ও ক্রাইম সিন ইউনিট নিয়ে অ্যালবাম।
-
গুলশানে জঙ্গি হামলায় আক্রান্ত হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হাতে ২০ জন নিহতের ঘটনায় আলামত সংগ্রহে সিইআইডির ক্রাইম সিন ইউনিট ও বোমা ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
রোববার দুপুর সোয়া ১২টায় ছয় সদস্যের সিএসইউ ইউনিট ও পুলিশের বোমা ডিস্পোজাল ইউনিটের একটি গাড়ি হলি আর্টিসান রেস্টুরেন্টে প্রবেশ করে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
এর আগে শুক্রবার রাত ১টা ৩৫ মিনিটে সিএসইউ এর ১১ সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
এখনও নিস্তদ্ধ গুলাশান এলাকা। খুব প্রয়োজন ছাড়া বাসার বাইরে কেউ বের হচ্ছেন না। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
নিশ্চিদ্র নিরাপত্তার জন্য পুলিশি টহল বাড়ানো হয়েছে। গুলশান এলাকার বাসিন্দারের মধ্যে এখনও আতঙ্ক কাটেনি। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
সরেজমিনে দেখা যায়, রেস্টুরেন্টটির আশপাশে ৫০ গজ দূরে ব্যারিকেড দেয়া হয়েছে এবং অর্ধশতাধিক পুলিশ সদস্য টহল দিচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
গুলশান এলাকায় সাধারণ মানুষকে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কাউকে বেশি সন্দেহ হলে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
গুলশানে জঙ্গি হামলায় আক্রান্ত হলি আর্টিসান রেস্টুরেন্টে জাপানের রাষ্ট্রদূত ও একজন প্রতিমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।