চট্টগ্রামে রেড ক্রিসেন্টের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
কোভিড-১৯ রোধে রেড ক্রিসেন্টের লিফলেট, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং করোনা প্রতিরোধেরে জন্য মাইকিং করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম। ছবিতে দেখুন সোসাইটির কার্যক্রম।
-
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের সার্বিক ব্যবস্থাপনায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে কোভিড-১৯ প্রতিরোধে ২৬ মার্চ নগরীরর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমান গাড়ি নিয়ে জনসচেতনতা মূলক লিফলেট, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং মাইকিং করা হয়।
-
যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল এর নেতৃত্বে চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা, জামাল খান, আস্কার দিঘী, কদমতলী, বাদামতল, দেওয়ান হাটসহ বিভিন্ন স্থানে নিম্নবৃত্ত মানুষদের মাঝে লিফলেট, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং মাইকিং করার মধ্য দিয়ে মানুষকে সচেতন করা হয়।
-
আগ্রাবাদ, টাইগার পাস, লালখান বাজার, ওয়াসা, জিইসি, ২ নম্বর গেইট, প্রবর্তক, চকবাজার, দেওয়ানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার নিম্নবিত্ত মানুষদের মাঝেও লিফলেট, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং মাইকিং করার মধ্য দিয়ে মানুষকে সচেতন করা হয়।
-
আগ্রাবাদ, টাইগার পাস, লালখান বাজার, ওয়াসা, জিইসি, ২ নম্বর গেইট, প্রবর্তক, চকবাজার, দেওয়ানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার নিম্নবিত্ত মানুষদের মাঝেও লিফলেট, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং মাইকিং করার মধ্য দিয়ে মানুষকে সচেতন করা হয়।
-
এই কার্যক্রমে উপস্থিত ছিলেন সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য সাফকাত জাহান, সিটি রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার ও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের ক্রীড়া ও প্রকাশনা বিভাগীয় প্রধান কৃষ্ণ দাশ সহ ২০ জন যুব স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে। এ কার্যক্রমটি চলমান থাকবে।
-
সচেতনতার লক্ষ্যে গত ২৪ মার্চ মঙ্গলবার থেকে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম কার্যালয়কে কন্ট্রোল রুম হিসেবে ঘোষণা করা হয়েছে। কন্ট্রোল রুমের হটলাইন নং- ০১৬৭৫-৬২৮৮৪২। কোভিড-১৯ সংক্রান্ত যে কোন সেবা পেতে যে কোন প্রয়োজনে হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।