করোনাভাইরাস: ডাক্তার নার্সদের মাঝে বিনামূল্যে গাউন বিতরণ করবে বিদ্যানন্দ
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ২০ মার্চ ২০২০
আপডেট: ০৩:৩২ পিএম, ১৬ এপ্রিল ২০২৪
সেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ডাক্তার নার্সদের মাঝে বিনামূল্যে গাউন বিতরণ করার উদ্যোগ নিয়েছে।
-
বিদ্যানন্দ-এর এক কম গাউন প্রস্ততের কাজ করছে।
-
বাজারের ৩-৪ হাজার টাকা মূল্যের যে গাউন পাওয়া যায়, সে কাপড়েই তৈরির উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
-
এসব গাউন বিক্রয় করার ইচ্ছা নেই সংগঠনটির।
-
স্বেচ্ছাসেবীরা ১৪-১৬ ঘণ্টা শ্রম দিয়ে যাচ্ছে সমাজের জন্য।
-
বিদ্যানন্দের এটি প্রশংসনীয় উদ্যোগ।
-
গাউনের ব্যাপারে বিদ্যানন্দ জানাচ্ছে, “গাউন বিতরণ প্রসেস কিংবা ডেলিভারি প্রসেস নিয়ে আমরা দ্রæত জানাচ্ছি। কমার্শিয়াল গাউনের স্ট্যান্ডার্ডে আমরা তৈরি করছি, তাই বলে ‘বাজারের সেরা’ টাইপ প্রতিশ্রুতি দিবো না।”