ছবিতে দেখুন বায়তুল মোকাররম এলাকায় মোদি বিরোধী বিক্ষোভ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণের প্রতিবাদে আজ জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করা হয়।
-
ইসলামী দলগুলো মোদিকে বাংলাদেশে আমন্ত্রণের প্রতিবাদে বায়তুল মোকাররম গেটে বিক্ষোভ করছেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আগামী ১২ মার্চ বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে ইসলামী কয়েকটি দল ও সংগঠন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ভারতের রাজধানী দিল্লিতে মুসলমানদের ওপর সহিংসতার প্রতিবাদে ইসলামী দলগুলো এই প্রতিবাদ করে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
শুক্রবার বায়তুল মোকাররমে জুমার নামাজের পর সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের আমির ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সংক্ষিপ্ত সমাবেশে তিসি বলেন, ১২ তারিখ বাদ আসর সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। কোনোভাবেই বাংলার মাটিতে আমরা মোদিকে পা রাখতে দেবো না। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আহ্বান- দিল্লিতে মুসলমানদের ওপর যে নির্মম অত্যাচার চালানো হয়েছে এরপর তৌহিদে জনতা মোদির মতো খুনিকে বাংলার মাটিতে পা রাখতে দেবো না। আমরা আগেও এ কথা বলেছিলাম, আজও বলছি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আজকের কর্মসূচি জুমার নামাজ ঘিরে বায়তুল মোকাররম মসজিদ ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগম দেখা গেছে। নামাজের এক ঘণ্টা আগে থেকে বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের ঢল নামে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
নামাজ শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিল পল্টনের দিকে চলে যায়। ছবি: বিপ্লব দিক্ষিৎ