ঈদকে ঘিরে ঠাকুরগাঁওয়ে ভেজাল সেমাই প্রস্তুত
ক্ষতিকর উপকরণ দিয়ে তৈরি হচ্ছে ভেজাল ও নিন্মমানের সেমাই।
-
ঠাকুরগাঁওয়ে ঈদকে সামনে রেখে ভেজাল লাচ্ছা সেমাই তৈরির ধুম পড়েছে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ উপকরণ দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব লাচ্ছা সেমাই। ছবি : রবিউল এহ্সান রিপন।
-
অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব লাচ্ছা সেমাই স্থানীয়ভাবে বাজারজাত করা হচ্ছে দেদারছে। ছবি : রবিউল এহ্সান রিপন।
-
এদিকে, ভেজাল বিরোধী অভিযান শিথিল হয়ে পড়ায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই এসব লাচ্ছা সেমাই বিক্রি করা হচ্ছে খোলা ও ক্ষতিকর পলি প্যাকেটে। ছবি : রবিউল এহ্সান রিপন।
-
জানা গেছে, অধিকাংশ লাচ্ছা তৈরির কারখানা বিএসটিআই এর অনুমোদন ছাড়া প্রতিষ্ঠিত। এছাড়া যে সকল কারখানা গড়ে উঠেছে সেগুলোতে মানা হচ্ছে না কোনো হাইজিন নিয়মনীতি। ছবি : রবিউল এহ্সান রিপন।
-
নামি-দামি অনেক কোম্পানির লেভেল লাগিয়ে স্থানীয়ভাবে তৈরি এসব লাচ্ছা বাজারজাত করে আসছে মালিকরা। ছবি : রবিউল এহ্সান রিপন।
-
বিশেষ করে ভেজাল বিরোধী অভিযান শিথিল হয়ে পড়ায় লাচ্ছা সেমাই তৈরির ধুম পড়েছে। ছবি : রবিউল এহ্সান রিপন।