ঈদকে ঘিরে লক্কর-ঝক্কর পরিবহনে রঙ ঝালাই
আসন্ন ঈদকে কেন্দ্র করে লক্কর-ঝক্কর যানে রঙ ঝালাই চলছে।
-
আসন্ন ঈদকে কেন্দ্র করে লক্কর-ঝক্কর যানে রঙ ঝালাইয়ের কাজ চলছে। প্রতি ঈদেই এ ধরনের যানবাহন মেরামত করা হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
ঈদ এলে এ ধরনের অনেক ত্রুটিপূর্ণ যানবাহনে বাহারি রঙ করে ঈদের ঘরমুখো যাত্রীদের সেবায় নামানো হয়। ফলে নানা ধরনের দুর্ঘটনা ঘটে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
ভাঙ্গাচোরা এই বাসগুলো রঙ লাগিয়ে সাজানো হয়েছে। কয়েকদিন পরে ঈদের ঘরমুখো যাত্রী সেবার জন্য রাস্তায় চলবে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
বেহাল দশার এই বাসগুলোতেই হবে ঈদের যাত্রীদের ‘বিলাস বহুল’ যাত্রা! ঈদে অনাকাঙিক্ষত দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের এই বাসগুলোর বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিৎ। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
বাসের মত নৌযানেরও একই অবস্থা। বিভিন্ন ডক ইয়ার্ড ঘুরে দেখা গেছে পুরোনো ও ব্যবহার অনুপযোগী লঞ্চ মেরামতের কাজ চলছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
পুরোনো লঞ্চে রঙ লাগোনো হচ্ছে। ঝুঁকিপূর্ণ এই লঞ্চে দেশের দক্ষিণাঞ্চলের যাত্রী ঈদের ছুটিতে বাড়ি যাবেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।