ঈদের জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ
আপডেট: ০৩:৩৫ পিএম, ১৬ এপ্রিল ২০২৪
ঈদের জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান।
-
আসন্ন ঈদুল ফিতরে ঈদের জামাতের জন্য প্রস্তুত হচ্ছে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান।
-
ঈদগাহ ময়দানে সামিয়ানা টাঙানোর জন্য বাঁশ ও অন্যান্য সামগ্রী আনা হয়েছে।
-
ঈদগাহ ময়দানের চারপাশের ময়লা-আর্বজনা সরানো হয়েছে। সেই সঙ্গে ঈদের জামাতের সময়ে বৃষ্টি হলে যাতে পানি দ্রুত নেমে যেতে পারে তারও সুব্যবস্থা নেওয়া হচ্ছে।
-
ঈদগাহ ময়দানের লম্বা ঘাস কেটে ছোট করা হয়েছে। পাশাপাশি মাঠকে সমতল করা হচ্ছে।
-
ঈদের জামাতকে কেন্দ্র করে সৌন্দর্য বৃদ্ধির জন্য ঈদগাহ ময়দানস্থ সুপ্রিম কোর্টের গেটে রঙ করা হচ্ছে।
-
পুরো ঈদগাহ ময়দানে সামিয়ানা টাঙানোর জন্য বাঁশ পোতা হচ্ছে।
-
খুব দ্রুত গতিতে ঈদগাহ ময়দানের প্রস্তুতির কাজ এগিয়ে চলছে। এ কাজের তদারকি করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।