আষাঢ়ের প্রথম দিনে ফুটেছে কদম
আপডেট: ০৩:৩৬ পিএম, ১৬ এপ্রিল ২০২৪
আজ আষাঢ়ের প্রথম দিন। তাই গাছে গাছে ফুটেছে কদম।
-
ঋতুর পালা বদলে আবার এসেছে আষাঢ় মাস। আজ আষাঢ়ের প্রথম দিন। তাই গাছে গাছে ফুটেছে কদম। কদম ফুলের ছবি ক্যামেরাবন্দি করেছেন শরীয়তপুর প্রতিনিধি মো. ছগির হোসেন।
-
বর্ষা ঋতুর কথা এলেই সবার দৃষ্টি জুড়ে ভেসে ওঠে বৃষ্টি ভেজা কদম ফুল। মো. ছগির হোসেন।
-
পল্লীকবি জসীম উদ্দীন তার অনেক কবিতায় বর্ষার এই কমদ ফুলের রূপের কথা বর্ণনা করেছেন। মো. ছগির হোসেন।
-
আষাঢ়ের প্রথমে দিনে আজ অনেকেই প্রিয়জনকে কদমের তোড়া উপহার দেবেন। মো. ছগির হোসেন।
-
বৃষ্টিতে ভিজে কদমের রূপ যেন আরো বহুগুণে বেড়েছে। মো. ছগির হোসেন।