জমে উঠছে ঈদ বাজার
আসন্ন ঈদের বাজার নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
রমজানের শুরুতেই ঈদের বার্তা পৌঁছে যায় ঘরে ঘরে। তাই অনেকে রমজানের সূচনাতেই ঈদের কেনাকাটায় নেমে পড়েন। ঢাকার রাজধানী সুপার মার্কেট থেকে ঈদের কেনাকাটার ছবি ক্যামেরাবন্দি করেছেন বিপ্লব দিক্ষিৎ।
-
ঈদের কেনাকাটায় পুরুষের চেয়ে নারীরা এগিয়ে। তারা খুটিয়ে খুটিয়ে নিজেদের পছন্দের পোশাক সংগ্রহ করতে ব্যস্ত। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
পুরান ঢাকার রাজধানীর সুপার মার্কেটে উচ্চবিত্ত থেকে শুরু করে নিন্ম আয়ের মানুষও ঈদের কেনাকাটা করতে আসনে। কারণ এখানে সব শ্রেণির ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে পোশাক রাখা হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
বাবার সঙ্গে ঈদের জামা কিনতে এসেছে দুই শিশু। তারা পরিবারের সবার জন্য কিনে নেবে ঈদের পোশাক। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
রাজধানী সুপার মার্কেটের প্রতিটি দোকান ঘুরে ঘুরে সবাই ঈদের পোশাক পছন্দ করছেন। কারো মনেই যেন ক্লান্তির ছাপ নেই। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
প্রতিবারের ন্যায় এবারের ঈদেও রাজধানী সুপার মার্কেটে বাহারি পোশাকের সমাহার রাখা হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
ঈদের বাজারে শিশুদের পোশাকের চাহিদা বরাবরই বেশি। এ বছরও তার ব্যতিক্রম ঘটছে না। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
ঈদের আনন্দে রঙিন পোশাকের সঙ্গে চাই যুৎসই গহনা। তাই কসমেটিক সামগ্রীর দোকানে ছুটছেন সবাই। ছবি : বিপ্লব দিক্ষিৎ।