পুরাতন ঢাকার চকবাজারের ইফতারি
প্রতিবারের ন্যায় এবারেরও জমে উঠতে শুরু করেছে পুরাতন ঢাকার ইফতারির বাজার।
-
প্রতিবারের ন্যায় এবছরও রমজানের শুরু থেকেই জমে উঠতে শুরু করেছে পুরাতন ঢাকার চকবাজারের ইফতারির বাজার। মুখরোচক সব ইফতারিতে সেজেছে চকবাজারের ইফতারির প্রতিটি দোকান। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
ইফতারির অন্যতম অনুষঙ্গ হচ্ছে জিলাপি। চলছে জিলাপি প্রস্তুতি। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারির জমজমাট বাজার বসে চকবাজারের শাহি মসজিদের সামনের সড়কে। মসজিদের আকার বদলেছে, কিন্তু রয়ে গেছে ইফতারির ঐতিহ্য। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
ঢাকার বিভিন্ন এলাকা থেকে রোজাদাররা ঐতিহ্যবাহী চকবাজারের ইফতারি কিনতে আসেন। তবে আশপাশের দোকানের ব্যবসায়ীরাই এই ইফতারির বাজারের প্রধান ক্রেতা। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
পুরাতন ঢাকার এই বাজারকে স্থানীয় বাসিন্দারা নাম দিয়েছেন ইফতারির শাহি বাজার। কারণ, এই বাজার শাহ বা রাজাদের আমল থেকেই শুরু হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।