যাত্রী সংকটে চলছে না বাস
সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা। একটু পরই ঝুম বৃষ্টি। এরই মধ্যে ঢাকা ছেড়ে গেছে অনেক মানুষ।
-
শবে কদরের ছুটি হওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হননি অনেকেই। বদতে গেছে ঢাকার রাস্তা অনেকটাই ফাঁকা। যাত্রী সংকটে রাজধানীর গণপরিবহনগুলো। রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুর, শিয়া মসজিদ, শ্যামলী, আগারগাঁও, মহাখালী রেলক্রসিং ঘুরে এমন চিত্র দেখা গেছে। ছবি তুলেছেন রবিউল ইসলাাম পলাশ
-
শিয়া মসজিদে রাস্তার দু'পাশে দাঁড়িয়ে আছে সারি সারি বাস। আলিফ পরিবহন, ভুঁইয়া পরিবহন ও তেতুলিয়া পরিবহনের বাসগুলো যাত্রীর অভাবে দাঁড়িয়ে আছে। ছবি তুলেছেন বিপ্লব দিক্ষিৎ
-
আলিফ পরিবহনের হেলপার মনিরুল হক জানালেন, বাস আজকেই চলবে। কাল থেকে বাস পাবেন না। শুক্রবার থেকেই যাত্রী নেই। খালি বাস নিয়ে চলাচল করতে হচ্ছে। তিনি আরো বলেন, এরই মধ্যে অনেক বাস বুকিং হয়ে গেছে। সোমবার সকাল থেকেই এসব বাস ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ঈদের যাত্রী নিয়ে চলাচল করবে। ছবি তুলেছেন বিপ্লব দিক্ষিৎ
-
বাসযাত্রী সুমাইয়া মাহজাবিন জানান, বৃষ্টি ও ছুটির কারণে বাসে যাত্রী নেই। শিয়া মসজিদ থেকে মাত্র ৫ জন যাত্রী নিয়ে বাস মহাখালী আসলো। যাত্রী না থাকায় বাস ঠিকমত চলছেন না। রাস্তা খালি থাকলেও ৫ মিনিটের রাস্তা যেতে ২০ মিনিট লাগছে। ছবি তুলেছেন রবিউল ইসলাাম পলাশ
-
তবে সোমবার অফিস খোলা থাকায় যাত্রী স্বাভাবিক থাকবে বলে আশা করছেন বাস চালকরা। ছবি তুলেছেন রবিউল ইসলাাম পলাশ