ছবিতে গুলশানের আগুন
প্রকাশিত: ০১:১১ পিএম, ৩০ মার্চ ২০১৯
আপডেট: ০১:৩১ পিএম, ৩০ মার্চ ২০১৯
রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৩০ মার্চ) ভোর ৫টা ৪৮ মিনিটে মার্কেটের কাঁচাবাজারের পূর্ব পাশে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর সকাল ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
-
ভোর ৫টা ৪৮ মিনিটে আগুন লাগার খরব পেয়ে ৫টা ৫৫ মিনিটে মাত্র সাত মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে তাদের ১১টি ইউনিট কাজ শুরু করে।
-
সর্বশেষ ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে নৌ বাহিনীর সদস্যরাও যোগ দেয়।
-
আগুনে পুড়ে কুচকে গেছে অনেক দোকানের টিন।
-
আগুনে পুড়ে যাওয়া মালপত্র বের করছেন দোকানীরা। চোখের সামনেই পুড়েছে দীর্ঘদিনে কষ্টে গড়া সম্পদ।
-
আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে।