যেভাবে চলছে উদ্ধার কাজ
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২৮ মার্চ ২০১৯
আপডেট: ০৫:৪৬ পিএম, ২৯ মার্চ ২০১৯
বনানীর এফ আর টাওয়ারে দুপুর ১২টা ৫০ মিনিটে আগুন লাগার কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।
-
রাজধানীর বনানীর বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আটকা পড়াদের সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হচ্ছে।
-
ফায়ার সার্ভিসের মই ব্যবহার করে ভবনের ১২তলা থেকে আটকা পড়াদের উদ্ধার করছেন সেনাবাহিনীর সদস্যরা।
-
আগুনের কারণে বনানীর এফআর টাওয়ারের আশপাশের সব ভবনের লোকজন সরিয়ে নেয়া হয়েছে।
-
অগ্নিকাণ্ডে আহতদের জরুরি চিকিৎসাসেবার জন্য রাজধানীর সব সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
-
বেলা ৩টা পর্যন্ত মোট ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আটজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।