আগুন দেখতে উৎসুক জনতার ভিড় বাড়ছে
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২৮ মার্চ ২০১৯
আপডেট: ০৫:৪৭ পিএম, ২৯ মার্চ ২০১৯
রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফআর টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে বর্তমানে কাজ করছে ১৭টি ইউনিট। আগুন দেখতে উৎসুক জনতার ভিড় বাড়ছে।
-
এই ভবনে দ্যা ওয়েভ গ্রুপ, হেরিটেজ এয়ার এক্সপ্রেস, আমরা টেকনোলজিস লিমিটেড ছাড়াও অর্ধশতাধিক অফিস রয়েছে।
-
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ছাড়াও ভবনের নিজস্ব নিরাপত্তাকর্মীরা অবস্থান করছেন। ভবনের অধিকাংশ লোকই নিচে নেমে অবস্থান নিয়েছে।
-
ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে বিল্ডিংয়ের উপর থেকে হেলিকপ্টার থেকে বালু ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে।
-
আগুনের ঘটনায় গুলশান-২ থেকে কামাল আতাতুর্ক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
-
এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনের কারণ কিংবা হতাহতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।