রোহিঙ্গা শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছেন রাহী
স্বদেশ বিতাড়িত রোহিঙ্গা শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বাংলাদেশি মেয়ে রাহাতিল আশীকিন রাহী। এবারের অ্যালবামে থাকছে তার শিক্ষা কার্যক্রমের ছবি।
-
আশীকিন রাহীর বাড়ি কক্সবাজারের উখিয়ায়। তিনি উখিয়া ডিগ্রি কলেজ থেকে বিএসএস পরীক্ষা দিয়েছেন, এখন ফল প্রত্যাশী। রোহিঙ্গা শিশুদের নিয়েই কেটে যায় তার সারাদিন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
আশীকিন রাহীর বাড়ি কক্সবাজারের উখিয়ায়। তিনি উখিয়া ডিগ্রি কলেজ থেকে বিএসএস পরীক্ষা দিয়েছেন, এখন ফল প্রত্যাশী। রোহিঙ্গা শিশুদের নিয়েই কেটে যায় তার সারাদিন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রোহিঙ্গা শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে অনেক আনন্দ পান রাহী। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ক্লাস নিচ্ছেন রাহী। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ‘সানরাইজ চাইল্ড লার্নিং সেন্টার-১’ এ শিক্ষা দেন তিনি। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ইউনিসেফ-মুক্তি যৌথভাবে রাহীর এই লার্নিং সেন্টারটি পরিচালনা করছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রোহিঙ্গা শিশুদের ক্লাস নেয়ার সময় জাগো নিউজের ক্যামেরাবন্দি হয়েছেন রাহী। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রোহিঙ্গা শিশুদের ‘লার্নিং সেন্টার’-এ গিয়ে দেখা যায়, একটি বেড়ার ঘর, উপরে টিনের চাল। ভেতরে একটি ব্লাকবোর্ড, টেবিল, টেবিলের ওপর একটি পানি ভর্তি জগ আর গ্লাস। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
‘লার্নিং সেন্টার’-এর চারপাশে বিভিন্ন পোস্টার লাগানো। পোস্টারগুলোতে বার্মা বর্ণমালা, নামতা, আর পশুপাখির ছবি দিয়ে বার্মিজ নাম লেখা আছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ