তনু হত্যার প্রতিবাদে উত্তাল শাহবাগ
আজ সকাল থেকে তনু হত্যার ঘটনায় উত্তাল শাহবাগ।
-
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। ছবি : আদনান রহমান।
-
রাজধানীর শাহবাগে অবরোধ চলাকালে বাংলাদেশে সেনাবাহিনীর একটি গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় আটক করে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। ছবি : আদনান রহমান।
-
এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে চার শিক্ষার্থী আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। ছবি : আদনান রহমান।
-
মঙ্গলবার দুপুর ১টার দিকে পুলিশের ব্যারিকেড সরিয়ে শাহবাগে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি শুরু করে। বিকেল ৩টা পর্যন্ত তাদের কর্মসূচি চলে। ছবি : আদনান রহমান।
-
শাহবাগের পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলাক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ছবি : আদনান রহমান।
-
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে মিছিলি নিয়ে প্রধান সড়ক ঘুরে এসে শাহবাগে অবস্থান নেয়। ছবি : আদনান রহমান।
-
উল্লেখ্য, ২০ মার্চ রাতে কুমিল্লা ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করা হয়। ছবি : আদনান রহমান।
-
সোহাগী জাহান তনু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সদস্য ছিলো। ছবি : আদনান রহমান।